গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিক স্বাক্ষরিত এক বিবৃতি এ প্রতিবাদ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
জানা গেছে, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।
এ হত্যার প্রসঙ্গে এমআরএ’র সভাপতি ফখরুল ইসলাম বলেন, সাংবাদিকের উপরে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা ও হত্যা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এমন ঘটনা দেশে নতুন নয়। অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই, এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই।
এমআরএ’র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাই অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর লিখেছেন, ‘গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় পুলিশের সামনেই দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন। চাঁদা সংক্রান্ত নিউজ নিয়ে কাজ করছিলেন বলে জেনেছি।’
বিজ্ঞাপন
এসএইচ/এএস

