রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কর্মদিবসে বিএনপির র‌্যালি, দুপুরের যানজটের ভোগান্তি রাতেও

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ০৯:০৮ পিএম

শেয়ার করুন:

কর্মদিবসে বিএনপির র‌্যালি, দুপুরের যানজটের ভোগান্তি রাতেও
বিকেল ৪টার দিকে র‌্যালি শুরু হলে নয়াপল্টন থেকে শুরু করে আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট, যা বেলা বাড়ার সঙ্গে ক্রমেই বাড়তে থাকে। ছবি: ঢাকা মেইল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় বিজয় র‌্যালি করেছে। ঢাকার র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (০৬ আগস্ট) কর্মদিবসে দুপুর থেকে ঢাকা মহানগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ জড়ো হতে থাকেন নয়াপল্টনে। র‌্যালি শুরু হয় বিকেল ৪টার দিকে। এই সময়ের মধ্যে নয়াপল্টন থেকে শুরু করে আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট, যা বেলা বাড়ার সঙ্গে ক্রমেই বাড়তে থাকে।

বিকেল সাড়ে ৪টার দিকে তারেক রহমানের বক্তব্য শেষে যখন র‌্যালি শুরু হয় নয়াপল্টন থেকে তখন পুরো এলাকায় ছিল নেতাকর্মীদের ঠাসা। অন্যদিকে বন্ধ ছিল যান চলাচল। ফলে আশপাশের সড়কে যানজট লেগে যায়। রাত ৮টা পর্যন্ত পল্টনের আশপাশের এলাকায় লক্ষ্য করা গেছে যানজট।


বিজ্ঞাপন


কর্মদিবসে এমন আয়োজনের কারণে তীব্র যানজটে ভোগান্তিতে পড়া সাধারণ মানুষ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ বন্ধের দিন ছাড়া রাজনৈতিক দলকে কর্মসূচি না দেয়ারও পরামর্শ দিয়েছেন।

বিকেলে পল্টন মোড়ে কথা হয় মিজান চৌধুরী নামের একজনের সঙ্গে। নিজের স্কুটি নিয়ে দুপুরে দয়াগঞ্জ থেকে পল্টনের উদ্দেশ্যে আসতে তার দেড়ঘণ্টা সময় লেগেছে বলে জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে ঢাকা মেইলকে বলেন, ‘আওয়ামী লীগও যা করত বিএনপিও তাই করলে পরিবর্তন কী  হলো? দয়াগঞ্জ থেকে পল্টনে নিজের গাড়ি নিয়ে আসতে দেড়ঘণ্টা লেগেছে। একটা বারও জোরে স্কুটি টানতে পারিনি। এমনটা দুঃখজনক।’

529003132_2324833777910484_1823372861880723781_n

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ণাঢ্য এই র‌্যালিতে ঢাকা মহানগর ছাড়াও আশ-পাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তারা ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অংশ নেয়। এ কারণে র‌্যালি শুরুর আগেই ফকিরাপুল থেকে কাকরাইলের মোড় পর্যন্ত দীর্ঘ সড়কে হাজার হাজার কর্মীর উপস্থিতি জনসমুদ্রে রূপ নেয়।


বিজ্ঞাপন


পরে বিজয় র‌্যালিটি বিজয় নগর,পল্টনে মোড়, জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা, মৎস্যভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সড়ক দিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

রাত ৮টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন, জিপিও মোড় পর্যন্ত সড়কের এক পাশে লম্বা সময় ধরে যানজটে আটকে থাকতে দেখা গেছে বিপুল সংখ্যক যানবাহন। অনেককে যানজটের কারণে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

এদিকে রাস্তার যানজট সামাল দিতে গিয়ে হিমশিম খেতে দেখা গেছে ট্রাফিক পুলিশের সদস্যদেরও। দুপুরের দিকে যখন মিছিলসহ নেতাকর্মীরা নয়াপল্টনে এসেছেন তখন রাস্তার একপাশ বন্ধ করে দিতে হয়েছে। আবার কর্মসূচি শেষে গন্তব্যে যাওয়ার সময়ও কোথাও কোথাও রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হয়েছে ট্রাফিক পুলিশকে।

কাকরাইল মোড়ে দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্ট ঢাকা মেইলকে বলেন

526178186_1166379828845027_368470535584317797_n

মালিবাগে কানের চিকিৎসকের কাছে যেতে বিকেল চারটার দিকে পুরান ঢাকা থেকে রওনা হন সালমা বেগম। গুলিস্তান আসতেই সন্ধ্যা হয়ে যাওয়ায় আর চিকিৎসকের কাছে যেতে পারেননি। পরে বাসায় ফিরে গেছেন। ঢাকা মেইলকে সালমা বলেন, 

বিএনপির এই র‌্যালিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহ উদ্দিন আহমদ, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির রফিকুল আলম মজনু, উত্তর বিএনপির আমিনুল হক বক্তব্য রাখেন।

র‌্যালীতে বিএনপির আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, শাহজাদা মিয়া, লুৎফুজ্জামান বাবর, খায়রুল কবির খোকন, হাবিব উ্ন নবী খান সোহেলসহ কেন্দ্রীয়, অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বিইউ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর