জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনভর থাকবে জুলাই শহীদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা আয়োজন।
রোববার (৩ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এই আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ছত্রিশ জুলাই- গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণঅভ্যুত্থান। ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছিল এই দিনে। বহু শহীদের রক্ত আর অকুতোভয় যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার ঢল। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মুখর ছিল দেশবাসী।
বিজ্ঞাপন
দিনটির তাৎপর্য তুলে ধরে আরও বলা হয়, এই দিনটি আমাদের ইতিহাস, আমাদের গৌরব। ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য এই আয়োজনে অংশ নিতে দেশের সর্বস্তরের মানুষকে পরিবার-পরিজনসহ উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিকেলের মূল অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এই ঘোষণাকে ঘিরে রয়েছে ব্যাপক কৌতূহল ও প্রতীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি দলিল নয় বরং দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনার চাবিকাঠি হিসেবেও বিবেচিত হতে পারে।
এদিনের কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে বাড়ছে প্রস্তুতি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠান পরিচালনার জন্য নেয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের নিয়েও নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে।
এই উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে থাকছে দিনভর আয়োজন। বেলা ১১টায় টংয়ের গান, ১১টা ২০ মিনিটে সাইমুম শিল্পগোষ্ঠীর পরিবেশনা, ১১টা ৪০ মিনিটে কলরব শিল্পগোষ্ঠীসহ বিভিন্ন শিল্পী গোষ্ঠীর গান; ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্ট-এর পলায়ন উদযাপন’; এরপর ফের গান; ৫টায় ঘোষণাপত্র উপস্থাপন; ৭টা ৩০ মিনিট থেকে ‘স্পেশাল ড্রোন ড্রামা’ এবং ৮টায় কনসার্ট। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও সংসদ সচিবালয় মিলে যৌথভাবে এসব আয়োজন করবে।
দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতাকে কর্মসূচিতে নিয়ে আসার জন্য সরকার আট জোড়া ট্রেনও ভাড়া করেছে। এই বিশেষ ট্রেনের ৩০ লাখ টাকা ভাড়া পরিশোধ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের চাহিদার প্রেক্ষিতে মুুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে ট্রেন বরাদ্দে চিঠি দেয়।
বিজ্ঞাপন
গণঅভ্যুত্থানে গত বছরের এই দিনে সংঘটিত দেশজুড়ে রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়। ইতিহাসের পৃষ্ঠায় যুক্ত হয় একটি নতুন অধ্যায়, আর ‘ছত্রিশ জুলাই’ হয়ে ওঠে স্বাধীনতাপরবর্তী সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিন।
এমআর/এফএ

