বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

গাড়ি থামিয়ে পদ্মা সেতুতে ছবি তোলার সুযোগ নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১২:৪৭ এএম

শেয়ার করুন:

গাড়ি থামিয়ে পদ্মা সেতুতে ছবি তোলার সুযোগ নেই
কোলাজ: ঢাকা মেইল

আর মাত্র এক দিন পরেই উদ্বোধন হতে যাচ্ছে পদ্ম সেতু। উদ্বোধনের পর, অর্থাৎ রোববার (২৬ জুন) দীর্ঘ প্রতিক্ষার এই সেতুতে চলাচল করবে যানবাহন। সেতুটি নিয়ে আগ্রহের কমতি নেই সব বয়সী মানুষের মনে। কিন্তু সেতুতে উঠে গাড়ি থেকে নেমে কারও ছবি তোলার শখ থাকলে তাদের জন্য দুঃসংবাদ দিলো সেতু কর্তৃপক্ষ। জানানো হয়েছে, পদ্মা সেতুর ওপর কোনো যানবাহন দাঁড় করানো এবং যানবাহন থেকে নেমে ছবি তোলা যাবে না।

বৃহস্পতিবার (২৩ জুন) সেতু কর্তৃপক্ষের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। পরদিন রোববার (২৬ জুন) সকাল ৬টা থেকে সরকার নির্ধারিত টোল প্রদান সাপেক্ষে সেতু পারাপার হওয়া যাবে।

আরও বলা হয়, পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে এ সেতু ব্যবহারকারীদের নিচের নির্দেশনা অনুসরণের অনুরোধ করা হলো।

নির্দেশনাগুলো হচ্ছে— পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা; পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ; তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি ও অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মোটরাইজড গাড়িযোগে সেতু পারাপার হওয়া যাবে না; গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫ দশমিক ৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না এবং সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

এদিকে উদ্বোধনকে কেন্দ্র করে দু’পাড়ে চলছে মহা কর্মযজ্ঞ। সেতুর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে সরকারের একাধিক মন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কার কথা বলেছেন।  


বিজ্ঞাপন


বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর