রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১২ দিন পর আজ আংশিক খুলছে মাইলস্টোন কলেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ০৮:০০ এএম

শেয়ার করুন:

১২ দিন পর আজ আংশিক খুলছে মাইলস্টোন কলেজ

বিমান দুর্ঘটনার ১২ দিন পর আজ রোববার (৩ আগস্ট) খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। তবে শুরুতেই কোনো ক্লাস বা একাডেমিক কার্যক্রম চালু হচ্ছে না।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফেরাতে সীমিত পরিসরে ক্যাম্পাস খোলা হয়েছে। এতে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষক-বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবে, সময় কাটাতে পারবে।


বিজ্ঞাপন


শনিবার সন্ধ্যায় কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, ২১ জুলাইয়ের দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস ছিল গভীর শোকের মাঝে। এই সময়ে একমাত্র অগ্রাধিকার হলো শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন।

তিনি জানান, কলেজে দোয়া মাহফিল ও পরামর্শমূলক নানা আয়োজন চলবে। বিমান বাহিনীর সহায়তায় কলেজ ক্যাম্পাসে একটি চিকিৎসা ক্যাম্প চালু রয়েছে, যেখানে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সহায়তা দেওয়া হচ্ছে।

শিক্ষকরাও শিক্ষার্থীদের পাশে থেকে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। কেউ চাইলে একান্ত আলাপের সুযোগও পাচ্ছেন। ২১ জুলাইয়ের ঘটনার পর কলেজটি কয়েক দফা বন্ধ রাখা হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। তবে এই সময় প্রশাসনিক কাজ এবং আহতদের সহায়তায় একটি কন্ট্রোল রুম চালু ছিল।

কলেজ কর্তৃপক্ষ বলছে, ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শিক্ষার্থীদের পাশে থেকে মানবিকভাবে কাজ করছে শিক্ষক ও অভিভাবকরা।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর