রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে থেঁতলে হত্যার ঘটনায় হওয়া মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- রুমান বেপারী (৩২) ও আবির হোসেন (২৮)।
বিজ্ঞাপন
শুক্রবার (১ আগস্ট) রাত আড়াইটার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, পুরান ঢাকায় সোহাগ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে কোতয়ালী থানা পুলিশের একটি দল গ্রেফতার করে।
গত ৯ জুলাই সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ পূর্ব শত্রুতার জেরে এলোপাথাড়ি কুপিয়ে ও পাথর ছুড়ে শরীর থেঁতলে দিয়ে হত্যা করে এক দল লোক। সেখানে আশপাশে লোকজন থাকলেও তারা কেউ এগিয়ে আসেনি। পুলিশ খবর পেয়ে ছুটে আসলেও ততক্ষণে সোহাগকে তারা হত্যা করে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এখন পর্যন্ত আলোচিত এই ঘটনায় পুলিশ ১২ জন ও র্যাব দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ৯ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এমআইকে/এএইচ

