রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে আজও জুলাই যোদ্ধাদের অবস্থান, যান চলাচল বন্ধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে আজও জুলাই যোদ্ধাদের অবস্থান, যান চলাচল বন্ধ

জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। 

শুক্রবার (০১ আগস্ট) বেলা ১২টায় বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি চলতে দেখা যায়।


বিজ্ঞাপন


অবস্থান কর্মসূচি থেকে ‘জুলাই সনদ দরকার, ইন্টেরিম সরকার’, ‘ইন্টেরিম সরকার, জুলাই ঘোষণা দরকার’, ‘রক্ত লাগলে রক্ত নে, ঘোষণাপত্র দিয়ে দে’ সহ নানান স্লোগান দেওয়া হয়।

এসময় পূর্বের মতো যান চলাচল স্থবির দেখা যায়। শুধু জরুরি যানবাহনকে চলাচলের অনুমতি দিচ্ছিল জুলাই যোদ্ধারা।

অবস্থান কর্মসূচি থেকে জুলাই যোদ্ধারা বলেন, অতিদ্রুত অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। আমরা চব্বিশের জুলাই- আগস্টে রক্ত দিয়েছিলাম, এটাও জুলাই মাস প্রয়োজন হলে আমরা আবার রক্ত দেবো। তবুও আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে তারপর যাবো।

তারা আরও বলেন, দরকার হলে আমরা লাশ হয়ে ফিরবো তবুও আমাদের সনদ, ঘোষণাপত্র লাগবে। আমরা আমাদের শহিদ ভাইদের হিস্যা নিতে এসেছি।


বিজ্ঞাপন


এসময় পুলিশ সদস্যদের ছাউনি টাঙিয়ে অবস্থান কর্মসূচিতে সতর্ক অবস্থানে দেখা যায়।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর