রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

Jahangir
ছবি- সংগৃহীত

আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, ‘সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’


বিজ্ঞাপন


এ সময় বিশেষ অভিযানের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘দেশের নিরাপত্তা বজায় রাখার লক্ষে ডিএমপির পক্ষ থেকে যে বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি তাদের নিজস্ব বিষয়। নিরাপত্তার জন্য ডিএমপি যেকোনো সময় এ ধরনের অভিযান চালাতে পারে।

বাংলাদেশের পাসপোর্ট ইস্যুতে বিভিন্ন দেশ থেকে ভিসা বাতিল ও অনএরাইভাল ভিসা বাতিল হওয়ার বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, ‘অনএরাইভাল ভিসা বাতিল হচ্ছে না, যেসব দেশের সঙ্গে আমাদের অনএরাইভাল ভিসার চুক্তি আছে, তাদের আমরা ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে আমাদের চুক্তি নেই, তাদের তো আমরা ভিসা দেব না।’

মালয়েশিয়াতে যেসব বাংলাদেশি গ্রেফতার হয়েছে, তাদের কোনো আপডেট কাছে আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রে উপদেষ্টা বলেন, ‘মালয়েশিয়ার একটা টিম এসেছিল। তারা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি থাকে, সেসব বিষয় নিয়ে তারা আলাপ করেছে।’

রংপুরের গঙ্গাচরে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করলে জাহাঙ্গীর আলম বলেন, ‘যারা সেখানে গেছে তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনব। কাউকে ছাড় দেওয়া হবে না।’


বিজ্ঞাপন


এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর