ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ‘৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন- ২০২৫’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
বিজ্ঞাপন
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত এবং আরএফএল ও এসিআই কোম্পানির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ছেলেদের Professional Squash Association (PSA) চ্যালেঞ্জ ট্যুর- ২০২৫ এবং মেয়েদের World Squash Fedaration (WSF) ও PSA স্যাটেলাইট টুর্নামেন্ট- ২০২৫ শীর্ষক দুটি প্রতিযোগিতা একসঙ্গে অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ইরান, মালয়েশিয়া, কুয়েত, ভারত ও শ্রীলংকার পেশাদার খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন।

সমাপনী দিনে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচসমূহ শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে স্কোয়াশ খেলাটিকে নতুন প্রাণ ও গতি দেওয়ার এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়দের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনকে সেনাবাহিনী সহায়তা করে যাবে।
সমাপনী অনুষ্ঠানে দেশি ও বিদেশি খেলোয়াড়গণ ছাড়াও অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি লজিস্টিকস এরিয়া, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এমআইকে/এফএ

