রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদক ও ছিনতাই আতঙ্ক, কারওয়ান বাজারে সেনাবাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

মাদক ও ছিনতাই আতঙ্ক, কারওয়ান বাজারে সেনাবাহিনীর অভিযান

ব্যবসা, রোজগার, পণ্য বিপণনের প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে দিনের আলো নিভতেই রূপ নেয় এক ভয়াল অন্ধকার। মাদক, ছিনতাই, চাঁদাবাজি আর সন্ত্রাসীদের দৌরাত্ম্যে বিপর্যস্ত এই এলাকা। আশেপাশের অলিগলিতে নিয়মিত বসছে মাদকের আসর। ঘটছে ছিনতাইয়ের ঘটনাও। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এই এলাকায় অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরের পর হঠাৎ দৃশ্যপটে দেখা গেল সেনাবাহিনীর সাঁজোয়া যান। সেনাবাহিনীর তেজগাঁও ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুন্নুন নাহিদের নেতৃত্বে চলছে অভিযান। রাজধানীর অন্যতম জনবহুল কিচেন মার্কেটের ছাদ থেকে শুরু করে দোকানের ভেতরে, এমনকি রেললাইনের দুই পাশজুড়ে গড়ে ওঠা বস্তির ঘরগুলোতেও চালানো হচ্ছে তল্লাশি।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, প্রতিদিন সন্ধ্যার পরই তারা মাদকসেবী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের কারণে আতঙ্কে থাকেন। এই অভিযান যেন তাদের মনে কিছুটা হলেও স্বস্তি ফেরায়।

এক পথচারী বলেন, ৫ আগস্টের পর এখানে বেপরোয়াভাবে মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়েছে। আমরা অনেক দিন ধরেই এই অবস্থা থেকে মুক্তি চাচ্ছিলাম। বারবার পুলিশকে জানিয়েছি, কিন্তু তারা কিছুই করে না। কয়েকদিন আগেও বাংলামটরের পাশে দুইজন ছেলে এক ভদ্রলোককে ছুরি ধরে। পরে স্থানীয়রা ধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

সেনাবাহিনীর এমন অভিযান শুধু কারওয়ান বাজারেই সীমাবদ্ধ থাকবে কিনা, তা এখনও পরিষ্কার নয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর অন্যান্য অপরাধপ্রবণ এলাকাতেও পর্যায়ক্রমে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

এমআই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর