শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

হজের সুযোগ পাচ্ছেন আরও ২৪২৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

হজের সুযোগ পাচ্ছেন আরও ২৪২৫ বাংলাদেশি
ফাইল ছবি

নির্ধারিত কোটার পর আরও দুই হাজার ৪২৫ জনকে চলতি বছর হজের সুযোগ দিচ্ছে সৌদি আরব। এর ফলে এবার সব মিলিয়ে ৬০ হাজার বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন।  

বুধবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন বৃহস্পতিবার (২৩ জুন) সাংবাদিকদের এই কথা জানান।


বিজ্ঞাপন


অতিরিক্ত কোটার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় দুই হাজার ৩০০ জন হজ করার সুযোগ পাবেন।

করোনা মহামারির কারণে দুই বছর হজে যাওয়ার সুযোগ পাননি বাংলাদেশিরা। এ বছর ৫৭ হাজার ৫৮৫ জনকে প্রথমে হজের সুযোগ দেয় সৌদি সরকার। কোটা বাড়ানোর ফলে সেই সংখ্যা দাঁড়ালো ৬০ হাজারে।

সরকারি ব্যবস্থাপনায় মোট চার হাজার ১১৫ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৮৮৫ জনসহ এবার হজ পালন করবেন।

এদিকে গত ১৮ দিনে (২২ জুন দিবাগত রাত ২টা পর্যন্ত) ৩১ হাজার ৫৩৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২৮ হাজার ১৫৪ জন। 


বিজ্ঞাপন


সৌদি আরবে চাঁদ দেখাসাপেক্ষে আগামী মাসের (জুলাই) ৮ তারিখে হজ অনুষ্ঠিত হবে।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর