বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলামকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, মো. আমিনুল ইসলামকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করেছে সরকার।


বিজ্ঞাপন


অন্যদিকে, এনটিআরসিএ’র চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রার্থী ও সনদধারীদের একাংশ।

এএসএল/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর