রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রিয়াদ কি সত্যি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি? যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

Riad
সেই চাঁদাবাজ রিয়াদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন পাঁচজন। এ কর্মকাণ্ডের মূলহোতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদকে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’ আখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে কয়েকটি গণমাধ্যম।

কতটা সত্যি এ খবর? এ নিয়ে ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রকাশিত খবরে যে দাবি করা হয়েছে, তা সত্যি নয় বলে জানানো হয়েছে।  


বিজ্ঞাপন


রোববার (২৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন টিভি চ্যানেল, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংবাদ ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, আটক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একজন ‘ছাত্র প্রতিনিধি’।

তবে বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। ‘আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)’ নামে মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি কিংবা এ ধরনের কোনো প্রতিনিধির অস্তিত্ব নেই।

বিবৃতিতে আরও বলা হয়, মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এমন কর্মকাণ্ডের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।


বিজ্ঞাপন


এর আগে শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজিকালে হাতেনাতে আটক হন রিয়াদসহ পাঁচজন। এর মধ্যে পরে একজন পালিয়ে যায়। 

এ ঘটনায় এদিন রাতেই গুলশান থানায় মামলা করেছেন সাবেক এমপির স্বামী। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে রিয়াদসহ চারজনকে। রোববার তাদের মামলাটিতে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর