ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সাবেক সিনিয়র সচিব এ জেড এম শামসুল আলম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শুক্রবার (২৬ জুলাই) দিবারাত ২টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
এ জেড এম শামসুল আলম একাধারে সাবেক সিএসপি কর্মকর্তা, সাবেক সিনিয়র সচিব, পিএটিসির রেক্টর এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা।
বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি. এর চেয়ারম্যান হিসেবে তার বেশ পরিচিতি ছিলেন।
আধুনিক সময়ের প্রেক্ষাপটে ইসলামের নীতিমালা ও দিকনির্দেশনা নিয়ে একশরও বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন শামসুল আলম।
বাদ জোহর রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিইউ/এএস

