ভুয়া প্রতিষ্ঠান গড়ে ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়–১ এ মামলাটি দায়ের করেছেন।
বিজ্ঞাপন
দুদক সূত্রে জানা যায়, ২০২০ সালে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার মালিকানাধীন আরামিট সিমেন্ট লিমিটেডের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীর নামে ‘ভিশন ট্রেডিং’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠান দাঁড় করান। একই ধরনের কৌশলে আরও কয়েকজন ঘনিষ্ঠ কর্মচারীর নামে গড়ে তোলা হয় ‘আলফা ট্রেডার্স’, ‘মডেল ট্রেডিং’, ‘ক্ল্যাসিক ট্রেডিং’ এবং ‘ইম্পেরিয়াল ট্রেডিং’ নামের আরও চারটি নামসর্বস্ব প্রতিষ্ঠান।
এসব ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে ছোলা, মটর ও ডাল আমদানির কথা উল্লেখ করে চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংক-ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বন্দর শাখা থেকে একাধিক পর্যায়ে মোট ২৫ কোটি টাকার ঋণ উত্তোলন করা হয়।
কিন্তু ঋণ পাওয়ার পর এসব অর্থ কোনো আমদানিতে ব্যবহার হয়নি এবং ঋণের কোনো অর্থও আর ব্যাংকে পরিশোধ করা হয়নি। বরং জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করা হয়।
দুদক বলছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
এমআই/এএইচ

