শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

চিকিৎসা শেষে দেশে ফিরছেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২২, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

চিকিৎসা শেষে দেশে ফিরছেন রওশন এরশাদ

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির পৃষ্ঠপোষক রওশন এরশাদ।ব্যাংককস্থ বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী ২৭ জুন সোমবার বাংলাদেশে ফিরবেন তিনি।

বুধবার (২২ জুন) বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরোধীদলীয় নেতা স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের ‘টিজি-৩২১’ বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককস্থ সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হতে রওনা হয়ে বেলা ১২টা ১০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এসময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তার সাথে অবস্থানকারী পুত্র রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

এরপর জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে তিনি আগামী ০৪ জুলাই রুটিন চেক আপের লক্ষ্যে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

টিএই/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর