আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ শেষে সংসদ নির্বাচনে ভোট দেবেন এমন সম্ভাব্য ভোটারের সংখ্যা ধরা হয়েছে ১২ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৯৮৩ জন।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার এক কর্মকর্তা বলেন, ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে বর্তমানে সম্ভাব্য ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার ৯৮৩ জন। যারা সবাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এই সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
বিজ্ঞাপন
ভোটার তালিকা প্রকাশের বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, এবার প্রায় ৪৪ লাখ ৬ হাজার ৬০২ জন বাদ পড়া ভোটার আমরা পেয়েছি, যারা নতুন করে নিবন্ধন করেছে। মৃত ভোটার পেয়েছি ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। আশা করি, দ্রুত সম্পূরক খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি, আপত্তি-নিষ্পত্তি শেষে আগস্টের মধ্যে হালনাগাদ চূড়ান্তভাবে প্রকাশ করা হবে।
চলতি বছরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। হালনাগাদের সব শেষ প্রতিবেদন থেকে জানা যায়, এ পর্যন্ত মোট ৬৩ লাখ ৪৮ হাজার ২৫৬ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২৯ লাখ ৭৩ হাজার ১৮ জন, নারী ভোটার রয়েছেন ৩৩ লাখ ৭৫ হাজার ২৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২১২ জন। তাদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৮৩ হাজার ৭৭৭ জন। এছাড়া মারা যাওয়ায় ২১ লাখ ৭৩ হাজার ৩৪৩ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। যার মধ্যে পুরুষ মৃত ভোটার বাদ যাবে ১২ লাখ ৪৮ হাজার ৪৫২ জন, নারী মৃত ভোটার বাদ যাবে ৯ লাখ ২৪ হাজার ৫৭২ জন এবং হিজড়া মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে ৩২৫ জন।
জানা যায়, নবম জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ভোটার ছিল ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৭৭ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এফএ

