রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তিন দেশের রাষ্ট্রদূত রদবদল করছে অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

Ministry
পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

তিন দেশের বাংলাদেশি রাষ্ট্রদূত রদবদল করছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, কানাডা এবং সুইজারল্যান্ড।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 


বিজ্ঞাপন


সূত্র বলছে, জেনেভাতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। কানাডাতে থাকা রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে জেনেভায় এবং সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে কানাডার হাইকমিশনার হিসেবে পাঠানো হচ্ছে।

জানা গেছে, ইতোমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের কাছ থেকে এগ্রিমো (রাষ্ট্রদূত হিসাবে কাজ করার সম্মতিপত্র) চলে এসেছে। 

অন্যদিকে সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের এগ্রিমোও কানাডা থেকে দ্রুত চলে আসবে বলে আশা করা হচ্ছে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর