রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুরোপুরি ফেরাতে আপিলের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুরোপুরি ফেরাতে আপিলের ঘোষণা
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন ড. বদিউল আলম মজুমদার। 

স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুরোপুরি ফেরাতে আপিল করার ঘোষণা দিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। 

তিনি বলেছেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বাতিল করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও ত্রয়োদশ সংশোধনীর বিষয়টি আপিল বিভাগের মাধ্যমেও বাতিল করার ফলে এখনো পুরোপুরি ফিরতে পারেনি। তাই এ বিষয়ে আপিল করা হবে।’ 


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।  

তিনি আরও বলেন, ‘হাইকোর্টের রায়ে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনী অবৈধ ছিল। ফলে এই সংশোধনের আলোকে যে সরকার গঠন হয়েছে, সেটিও অবৈধ। রায় হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসার পথ সুগম হলো। যদিও পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করেনি, এটি আমরা পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছি। তবে ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে আমরা আপিল করব।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত আইনজীবী শরীফ ভুঁইয়া বলেন, ‘পঞ্চদশ সংশোধনী শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে না, এটা আরও অনেক ব্যাপক। এটাকে আমি সংবিধানের পাইকারি পুনর্লিখন বলেছিলাম। বেশিরভাগ মানুষের মতের বাইরে গিয়ে সংবিধানের একটি পাইকারি পুনর্লিখন। এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র কাঠামোকে পুরোপুরিভাবে পরিবর্তন করা হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে নষ্ট করে কর্তৃত্ববাদী রাষ্ট্র গঠন করা হয়েছিল।’ 

তিনি বলেন, ‘পঞ্চদশ সংশোধনী অনেকগুলো অস্বচ্ছ প্রক্রিয়ায় করা হয়েছিল। এই দিকগুলো রায়ে পুরোপুরি আলোচিত হয়নি। সেই দিক থেকে রায়টা ভালো, তবে কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমি মনে করি। যখন আদালত পঞ্চদশ সংশোধনীর যে অংশ বাতিল করেছে, সেই অংশগুলো সঙ্গে সঙ্গেই আগের অবস্থায় ফিরে গেছে।’


বিজ্ঞাপন


এই আইনজীবী বলেন, ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি বাতিল হয়নি। কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়েছিল দুইভাবে। একটা আমাদের আপিল বিভাগ একটা রায়ের মাধ্যমে বাতিল করেছিল, আরেকটা সংসদেও বাতিল করেছিল। সংসদ যে বাতিল করেছিল সেটা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। আপিল বিভাগের রায়টা এখনো রয়ে গেছে।’

ওই মামলার রায় ড. বদিউল আলম মজুমদারদের পক্ষে যখন আসবে, তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোপুরি ফিরবে বলেও জানান আইনজীবী শরীফ ভুঁইয়া।

এএইচ  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর