রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সেই দায়ভার সংশ্লিষ্ট সবার: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সেই দায়ভার সংশ্লিষ্ট সবার: আলী রীয়াজ
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। সংগৃহীত ছবি

রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ কোনো কারণে ব্যর্থ হলে তার দায়ভার সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৪তম দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে আলী রীয়াজ বলেন, যদি আমরা কোথাও ব্যর্থ হই, সেই ব্যর্থতা আমাদের সকলের। কমিশন যদি ব্যর্থ হয় তাহলে এটা সকলের ব্যর্থতা হবে। সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে। ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যে দায়-দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে। সেই দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের ওপর; আমরা তার অংশীদার হয়েছি মাত্র।

রাজনৈতিক দলগুলোকে এক বছর আগের পরিস্থিতি অনুধাবন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলোর কর্মীরা জীবন বাজী রেখে সংগ্রাম করেছিলেন। সেই স্মৃতি ও পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


আলী রীয়াজ বলেন, আমাদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকা উচিত নয়। আপনারা সেই চেষ্টাই করে যাচ্ছেন। আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করছি।

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর