শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনের খবরটি সঠিক নয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনের খবরটি সঠিক নয়

আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় গণভবনে সংবাদ সম্মেলনে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস- এমন একটি খবর বিভিন্ন অনলাইন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর নিয়ে জানা যায়, খবরটিতে তথ্য বিভ্রাট রয়েছে।

মূলত ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালাকে নিয়ে সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।


বিজ্ঞাপন


বিষয়টি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে আজ (সোমবার) দুপুর ২টায় গণভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হবে আজ। অডিও-ভিডিও প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো-এর আয়োজন করা হবে এ উপলক্ষ্যে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। এছাড়া, সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদ্বোধন করা হবে। 


বিজ্ঞাপন


এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর