দেশের টেক্সটাইল শিল্পকে টিকিয়ে রাখতে তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ)। তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপের কারণে ক্ষতির মুখে পড়েছে দেশের বস্ত্রশিল্প। এ কারণে আমদানি করা তুলা চট্টগ্রাম বন্দর থেকে খালাস করছে না বস্ত্রকলগুলো। বন্দরে তুলার স্তূপ জমেছে।
রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিটিএমএ’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট সুতা উৎপাদনে ব্যবহার্য প্রধান কাঁচামাল তুলা আমদানিতে ২ শতাংশ এআইটি অবিলম্বে প্রত্যাহার, ২০২৪-২৫ অর্থবছরের ন্যায় ১৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স পুনর্বহাল এবং দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত কটন সুতা এবং কৃত্রিম ও অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি সুতার উপর কেজি প্রতি সুনির্দিষ্ট কর ৫ টাকা অব্যাহতি প্রদান বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিটিএমএর পক্ষে জরুরি ভিত্তিতে তুলার ওপর থেকে এআইটি প্রত্যাহারের অনুরোধ জানান।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ভারতীয় টেক্সটাইল শিল্প সরকারের প্রণোদনার সুযোগে দেশে ডাম্পিং মূল্যে সুতা রপ্তানি করছে। এর মধ্যে তুলা আমদানিতে ২ শতাংশ এআইটি আরোপ করে সরকার একদিকে স্থানীয় উৎপাদককে নিরুৎসাহিত করছে, অন্যদিকে বিদেশ থেকে শুল্কমুক্ত সুতা আমদানিকে উৎসাহ দিচ্ছে। এর ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে দেশীয় শিল্প মারাত্মক হুমকির মুখে পড়ছে। এআইটি আরোপের কারণে উদ্যোক্তারা বন্দর থেকে তুলা ছাড় করছেন না। বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ তুলা খালাসের অপেক্ষায় রয়েছে, ডেমারেজ চার্জ বাড়ছে।
বৈঠকে বিটিএমএ সভাপতি বলেন, নিম্নবিত্ত জনগোষ্ঠী মূলত দেশীয় কটন ও কৃত্রিম আঁশ মিশ্রিত সুতা দিয়ে তৈরি কাপড় ব্যবহার করে। এই কাপড়ের দাম বাড়লে সাধারণ মানুষ বিদেশি পণ্যের দিকে ঝুঁকবে এবং দেশীয় টেক্সটাইল মিল ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এতে ব্যাংক ও আর্থিক খাতও ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় এবং প্রচ্ছন্ন রপ্তানির বস্ত্রশিল্প ধ্বংসের মুখে পড়ছে। সরকারের পক্ষ থেকে এআইটি প্রত্যাহারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত নেয়নি। স্থানীয় বাজারে সুতার ওপর কেজিপ্রতি ৫ টাকা ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
এমআর/এএস

