রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছে তিন বছর বয়সী শিশু রাফিয়াও।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাফিয়া মারা যায়। তাকে দগ্ধ অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
বিজ্ঞাপন
এর আগে একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা মো. রিপন মিয়া (৪০) এবং মা ইতি বেগম (৩০)। এ নিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হলো।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাফিয়ার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লাগে। আগুনে স্বামী, স্ত্রী ও তাদের শিশু সন্তান দগ্ধ হন। সেদিন রাতেই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। নিহতদের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়।
এমআই/এএস

