রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রধানমন্ত্রীকে ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল করল উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীকে ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল করল উপদেষ্টা পরিষদ

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রায় ১৬ বছর ধরে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার যে নিয়ম চালু করা হয়েছিল, সেটি বাতিল করেছে উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে সরকারি কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রীকে স্যার ডাকার নির্দেশনা জারি করা হয়েছিল। এই নিয়মটি পরে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যে প্রসারিত হয়েছিল, যাদেরকে ‘স্যার’ সম্বোধন করা হতো এবং এখনও তাদেরকে ‘স্যার’ বলেই ডাকা হয়। বিষয়টি স্পষ্টতই অস্বাভাবিক।

প্রেস উইং জানিয়েছে, আজ উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে সেই নির্দেশনাটি বাতিল করেছে।

একইসঙ্গে হাসিনা সরকারের শাসনামলে জারি করা ‘প্রটোকল নির্দেশনা’ পর্যালোচনারও সিদ্ধান্ত নেওয়া হয়।

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর