শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদাবাজির অভিযোগে লালবাগের যুবদল নেতা চান মিয়া আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

হাজারীবাগে ছেলেকে হত্যা, কোনাবাড়ী থেকে বাবা গ্রেফতার

রাজধানীর লালবাগ এলাকা থেকে চান মিয়া নামের এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী। চান মিয়া ২৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে তাকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান। তিনি জানান, মঙ্গলবার রাতে চান মিয়াকে আটক করে সেনাবাহিনীর লোকজন। পরে তারা তাকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, মামলা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন


এলাকাবাসীর অভিযোগ, চান মিয়া একজন চাঁদাবাজ। লালবাগের বেড়িবাঁধের ঘোড়া পট্টিতে সরকারি জায়গা দখল করে রিকশার গ্যারেজ স্থাপন করে সরকারি জায়গা দখল করে রেখেছিলেন। বিষয়টি নিয়ে বিরক্ত ছিল এলাকাবাসী। এছাড়াও লালবাগের শহিদনগর এলাকায় আওয়ামী সরকারের পতনের পর থেকে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি করে আসছিলেন। এসবের কারণেও এলাকার লোকজন অতিষ্ঠ ছিল। তারা সোমবার রাতে সেনাবাহিনীকে খবর দিলে তারা গিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চান মিয়ার বিরুদ্ধে চাঁদা গ্রহণ ও চাঁদাবাজি করার সুনির্দিষ্ট অভিযোগ ছিল। তার প্রেক্ষিতে তাকে শহিদনগর ৩ নাম্বার গলি থেকে আটক করে লালবাগ থানায় সোপর্দ করেন তারা।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর