রাজধানীর যানজট এড়াতে হাতিরঝিলের ওয়াটার বাস ব্যবহার করেন অনেক যাত্রী। তবে পূর্ব ঘোষণা ছাড়াই গত শুক্রবার থেকে হঠাৎ বন্ধ হয়ে যায় এ নৌযান সার্ভিস, যা ভোগান্তিতে ফেলে দেয় এ রুটের যাত্রীদের। চারদিন পর মঙ্গলবার (৮ জুলাই) বিকালে আবারও চালু হয়েছে ওয়াটার বাস চলাচল।
ওয়াটার বাসের লিজ নেওয়া প্রতিষ্ঠান করিম গ্রুপ বকেয়া বিল পরিশোধ করায় রাজউক তাদের ফের চলাচলের অনুমতি দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন করিম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুম জামান। তিনি জানান, মঙ্গলবার বিকাল ৪টা থেকে ওয়াটার বাস চলাচল শুরু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৯ জুলাই) সকালে গুলশান গুদারা ঘটে দেখা যায়, বৃষ্টির মধ্যেই চলাচল করছে ওয়াটার বাসগুলো। বৃষ্টির কারণে যাত্রী কিছুটা কম।
রাকিব নামের এক যাত্রী বলেন, আমি ওয়াটার বাসে নিয়মিত চলাচল করি। কয়েকদিন ধরে বন্ধ ছিল। এতে আমাদের ব্যাপক ভোগান্তি হয়েছে।
এর আগে, হঠাৎ সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রী ও ব্যবসায়ীরা। হাতিরঝিল এলাকায় ব্যবসায়ীদের কয়েকজন জানান, এভাবে বারবার নৌযান চলাচল বন্ধ হলে তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন।
ওয়াটার বাস ও চক্রাকার বাস ব্যবহারকারীরাও মনে করছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে দর্শনার্থীর সংখ্যা কমে যাবে।
বিজ্ঞাপন
নিয়মিত যাত্রী হামিদুর রহমান বলেন, ওয়াটার বাস বন্ধ থাকলে সড়কে চাপ বাড়ে, যানজটও বাড়ে। এতে ধুলোবালি ও পরিবেশ দূষণ বাড়ে।
আরেক যাত্রী মোল্লা জানান, অফিস বন্ধ থাকলে প্রায়ই পরিবার নিয়ে ঘুরতে আসি। ওয়াটার বাসে ঘোরার আনন্দ নেই। এবার তা বন্ধ থাকায় পরিবার নিয়েও আসতে পারিনি।
এফডিসি জেটি ঘাটের এক কর্মচারী নাম প্রকাশ না করে জানান, তারা দীর্ঘদিন ধরে হাতিরঝিলে কাজ করছেন। হঠাৎ ঘাট বন্ধ হয়ে যাওয়ায় কর্মচারীদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল।
করিম গ্রুপের সিইও মাসুম জামান বলেন, রাজউকের নির্দেশেই আমরা সাময়িকভাবে সার্ভিস বন্ধ রেখেছিলাম। এখন পূর্ণ উদ্যমে যাত্রী পরিবহন চালু হয়েছে। সাময়িক দুর্ভোগের জন্য আমরা দুঃখিত।
টিএই/এমএইচটি

