টানা বৃষ্টিতে রাজধানীজুড়ে নেমে এসেছে দুর্ভোগ। বুধবার (৯ জুলাই) সকাল থেকে থেমে থেমে কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো ভারী বৃষ্টির কারণে রাজধানীর অনেক এলাকা পানিতে ডুবে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জলাবদ্ধতা, যানজট ও রাস্তায় পানি জমে তৈরি হয়েছে অচলাবস্থা।
বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ এবং স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। অনেকেই সকালে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। কেউ কেউ বাধ্য হয়ে বাসায়ই থেকে গেছেন। দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষজন পড়েছেন চরম দুর্দশায়।
বিজ্ঞাপন
ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, মালিবাগসহ বেশ কিছু এলাকায় রাস্তায় পানি জমে চলাচল কঠিন হয়ে পড়েছে। এসব এলাকার বাসিন্দাদের আশঙ্কা, বৃষ্টি এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ঝিগাতলা এলাকার বাসিন্দা নিলয় জানান, সকাল থেকে ভিজতে ভিজতে অফিসে গেছি, আবার ভিজেই ফিরে এসেছি। ঠান্ডা-জ্বর হওয়ার ভয় আছে। নতুন রাস্তায় পানির পরিমাণ বাড়ছে, কোমর পানি হতে সময় লাগবে না।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রিকশাচালকরা। রাস্তায় যাত্রী নেই, ভাড়া মেলে না, আয়ের পথ বন্ধ। মালিবাগ এলাকায় দোকানের ছাউনির নিচে রিকশা ফেলে আশ্রয় নিয়েছেন কয়েকজন চালক।
তাদের একজন হামিদ। তিনি বলেন, লোকজন বের হয় না, তাই ভাড়া পাই না। রিকশার চাকা না ঘুরলে খাওয়াও জোটে না। কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, এতে না খেয়ে থাকতে হবে মনে হয়।
বিজ্ঞাপন
মোহাম্মদপুরের বাসিন্দা শাহিনুর রহমান বলেন, প্রতিবারই বৃষ্টি হলেই রাস্তাঘাট ডুবে যায়। এবারও একই অবস্থা। একদিনের বৃষ্টিতেই জলাবদ্ধতা। বাসা থেকে বের হতে পারি না। সিটি করপোরেশন শুধু আশ্বাস দেয়, কাজ করে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার জানালেন, সকাল থেকে যানবাহন পেতে খুব কষ্ট হয়েছে। তার ওপর রাস্তায় যানজট, সময়মতো ক্লাসে পৌঁছানোও কঠিন।
বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালকরাও। একজন যাত্রী জানান, মোহাম্মদপুর থেকে মতিঝিল যাওয়ার জন্য রাইড বুক করেছিলেন। কিন্তু যানজটে আটকে শাহবাগেই নামতে হয়েছে। চালক জানান, গতকাল থেকে বৃষ্টিতে ভিজে কাজ করছি। আজও সকাল থেকে কোনো ভাড়া পাচ্ছি না। এখন শরীর খারাপ লাগছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এমএইচএইচ/এইউ

