রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যাত্রাবাড়ীতে ডাকাতের মারধরে বৃদ্ধের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় একটি বাড়িতে ডাকাতির সময় ডাকাত দলের মারধরে বাড়ির মালিক ইসমাইল খান নামে (৮০) একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনা তার স্ত্রী সালেহা বেগমও (৭৫) আহত হন।

মঙ্গলবার (০৮ জুলাই) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ী বিবিরবাগিচা ইত্যাদি গলি ৭৬/২/ই নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে ভোর ছয়টার দিকে ইসমাইল খানের মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


নিহতের মেয়ে সালমা গণমাধ্যমকে জানান, যাত্রাবাড়ীর ৫ তলা বাড়িটি তাদের নিজেদের। সেটির দোতলায় থাকতেন তার বাবা-মা। আর তিনি নিজে থাকেন রায়েরবাগে। ভোরে বাসাটির ২য় তলার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তার বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। এক পর্যায়ে ডাকাতরা চলে যায়। পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন। তার মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর