রাজধানীর আগারগাঁওয়ে একটি মোটরসাইকেলে করে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বুত্তরা। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সামনে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, একটি বাইকে দুজন শ্যামলীর দিক থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিল। এমন সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সামনে এসে ককটেলটি ফাটিয়ে দ্রুত চলে যায় তারা।
ককটেলে পায়ে আঘাত পাওয়া শাহরিয়ান সানজিদ ঢাকা মেইলকে বলেন, আমরা ধানমন্ডির দিক থেকে আগারগাঁওয়ে আসছিলাম। এমন সময় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সামনে এলে আমার বড় ভাইয়ের সামনের গাড়িতে ককটেল এসে লেগে ফেটে যায়। এসময় ওই জায়গায় অনেকের শরীরে আঘাত লেগেছে। তবে কারও বড় কোনো ক্ষতি হয়নি।
আরেক প্রত্যক্ষদর্শী রাকিব বলেন, বিকট শব্দ হলো, তারপর পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন। আল্লাহ নিজ হাতে আজ বাঁচিয়েছে।
এমএইচএইচ/জেবি
বিজ্ঞাপন

