রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের সাবেক মহাপরিচালক হামিদুল হক। সংগৃহীত ছবি

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক হামিদুল হকের নামে পূর্বালী ব্যাংকে থাকা চার এফডিয়ারে মোট ৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।


বিজ্ঞাপন


দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সহকারী পরিচালক নওশাদ আলী এসব সম্পদ ফ্রিজের আবেদনে বলেন, হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

জানা গেছে, ব্যাংকে থাকা এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন হামিদুল। তাই এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন। এর আগে গত ২৫ এপ্রিল হামিদুল হক ও তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

জানা যায়, এর আগে হামিদুল হক পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে ২০৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এমআই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর