শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

মানত পূরণে হাদিয়া নিয়ে হোসেনি দালানে ভক্তদের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

H
হোসেনি দালানের মাজারে ভক্তদের ঢল।

আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী হোসেনি দালান যেন মানত পূরণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সকাল থেকেই ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে এলাকাটি। 

কারও কারও হাতে মুরগি, কারও হাতে ফল-মিষ্টি, সঙ্গে অশ্রুসিক্ত নয়নে ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা—সব মিলিয়ে এক বৈচিত্র্যপূর্ণ দৃশ্যের অবতারণা ঘটছে হাসেনি দালানে।


বিজ্ঞাপন


শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবেই পরিচিতি রয়েছে এই জায়গাটির। যা আশুরা উপলক্ষে প্রতি বছরই শোকের প্রতীক হয়ে ওঠে। তবে শোকের মাঝেও চলছে মানত পূরণের এক বিশেষ সংস্কৃতি।

H4 

অনেকে এখানে মানত করে থাকেন অসুস্থতা থেকে মুক্তি লাভের আশায়, কেউ মানত করে সন্তান লাভের আশায়। ব্যবসায় সফলতা বা পারিবারিক শান্তির জন্যও আসেন অনেকে। এসব মানত পূরণে মুরগি কিংবা ছাগল নিয়ে আসা হয় এখানে। যা পরে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

মোহাম্মদ সানী নামে এক ভক্ত ঢাকা মেইলকে বলেন, ‘আমার ছেলে অনেকদিন অসুস্থ ছিল। ওর জন্য মানত করেছিলাম যে, সে ভালো হলে তিনটা মোরগ নিয়ে এখানে আসব। আল্লাহর রহমতে সে ভালো হয়েছে, তাই আজ নিয়ে এসেছি।’


বিজ্ঞাপন


H3

হোসেনি ভবনে প্রবেশ করতেই হাতের ডান পাশে একটি স্থানে এসব মোগর, কবুতরসহ হাদিয়া হিসেবে নিয়ে আসা অর্থও রেখে যাচ্ছেন ভক্তরা। শুধু মুরগি নয়, অনেকেই নিয়ে আসছেন ফল, দুধ, কলা ও নানা ধরনের মিষ্টান্ন।

এসব হাদিয়ে ভেতরেও গ্রহণ করা হচ্ছে। ভবটির মাঝে একটি মাজারকে ঘিরে ভক্তদের প্রার্থনাও করতে দেখা যায়। সেখানে নারী-পুরুষ সকলেই একসঙ্গে প্রার্থণা করছেন। 

তবে বিশেষত নারীদের উপস্থিতি ছিলে সবচেয়ে বেশি। অনেকেই পরিবার নিয়ে আসছেন। সাদা ও কালো রঙের বিশেষ পোশাক পরেছেন তারা। 

H1

শিশুরাও রয়েছে এই মানতের অংশ হিসেবে। কারও হাতে মোমবাতি, কারও হাতে হাদিয়া। কারও হাতে আবার লাল সুতা। সে সুতা মাজারের গেটে বেঁধেও আসছেন ভক্তরা। সব মিলিয়ে এক গভীর আবেগ ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে।

ভক্তরা বলছেন, এগুলো বহু প্রাচীন রীতি। আমরা চেষ্টা করি যেন ধর্মীয় পরিবেশ বজায় থাকে। আর এখানে মানত করলে আল্লাহর বিশেষ রহমতে তা পূরণও হয় বলে তাদের দাবি।

এমআই/এএইচ  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর