দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। এ উপলক্ষে রাজধানীতে প্রতিবারের মতো এবারও তাজিয়া মিছিল করেছেন শিয়া সম্প্রদায়ের লোকেরা। এতে শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণির মানুষ অংশ নিয়েছেন। তারা বলছেন, কারবালা প্রান্তরে যে নির্মম ঘটনা ঘটেছিল সেটা মানুষকে স্মরণ করিয়ে দিতেই তারা এই মিছিলের আয়োজন করে থাকেন।
রোববার (৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর হোসনি দালাল থেকে শুরু হয় একটি বিশাল তাজিয়া মিছিল। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে নিউমার্কেট আসে দুপুর একটার দিকে। মিছিলটি মোহাম্মদপুর গিয়ে শেষ হবে।
বিজ্ঞাপন
এসময় মিছিলে অংশ নেওয়া বেশির ভাগকেই কালো পোশাক পরতে দেখা যায়। এছাড়া তাদের হাতে প্রতীকী ছুরি, আলাম, পতাকা বা নিশান, বেস্তা, বইলালামও দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘হায় হোসেন, হায় হোসেন’সহ নানা স্লোগান দেন।
মিছিলে অংশ নিতে আসা জাফর আলী বলেন, ‘এই দিনটি আমাদের জন্য বেদনার। ইমাম হোসেন ও তার পরিবারকে যেভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল, সেটি আমরা কখনো ভুলতে পারি না। প্রতি বছর আমি এই মিছিলে অংশগ্রহণ করি, যেন নিজেকে তাদের সেই ত্যাগের সঙ্গে একাত্ম করতে পারি।
মিছিলে অংশ নেওয়া পুরান ঢাকার বাসিন্দা হাসান আহমেদ বলেন, ‘ইমাম হোসেন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে এই দিনে শহীদ হন। শোক পালনের উদ্দেশে এই মিছিল অংশ নিতে এসেছি।’
বিজ্ঞাপন
হোসনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলের আয়োজক হোসনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মীর জুলফিকার আলী বলেন, ‘কয়েক শ বছর ধরে এই মিছিল হয়ে আসছে। এই শোক মিছিলের মাধ্যমে সব যুগের মানুষকে কারবালার নির্মম ঘটনা সম্পর্কে অবহিত করা হয়।’
এসএইচ/জেবি