শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

বৃষ্টি উপেক্ষা করে তাজিয়া মিছিল পৌঁছেছে ধানমন্ডি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ০২:২০ পিএম

শেয়ার করুন:

বৃষ্টি উপেক্ষা করে তাজিয়া মিছিল পৌঁছেছে ধানমন্ডি 

পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া তাজিয়া মিছিল রাজধানীর ধানমন্ডিতে পৌঁছেছে। রোববার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে মিছিলটির অগ্রভাগ ধানমন্ডি ২ নম্বর সড়কে আসে।

মিছিলটি ধানমন্ডিতে প্রবেশের আগেই বৃষ্টি শুরু হয়। তবে ইমাম হোসাইনের ভক্তরা বৃষ্টি উপেক্ষা করে মাতম করতে করতে মিছিল নিয়ে সামনে এগিয়ে যান। মিছিলের পুরো পথে ‘হায় হোসেন, হায় হোসেন’ শোকধ্বনি তোলেন অংশগ্রহণকারীরা।


বিজ্ঞাপন


মিছিলে সরেজমিন দেখা গেছে, সামনে রয়েছে দুটি দুলদুল ঘোড়া। পাশাপাশি কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা, আলম, মাতম, খুনি ঘোড়া এবং একটি জারি তাজিয়া ছিল মিছিলের অংশ হিসেবে।

তাজিয়া মিছিলে অংশ নেওয়া তরুণদের প্রায় সবার হাতেই ছিল কালো কাপড় দিয়ে মোড়ানো বাঁশের লাঠি। এসব লাঠির মাথায় তরবারিসহ নানা প্রতীক দেখা গেছে। তারা দলে দলে সামনে এগিয়ে যান মাতম করতে করতে।

তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি বহন এবং পটকা-আতশবাজি নিষিদ্ধ। এ নির্দেশনার পরও কিছু অংশগ্রহণকারীকে ছুরি দিয়ে নিজেদের শরীরে আঘাত করতে দেখা গেছে।

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য দিনটি শোকাবহ ও তাৎপর্যপূর্ণ। হিজরি ৬১ সনে এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারবর্গ কারবালার প্রান্তরে ইয়াজিদের সেনাদের হাতে নির্মমভাবে শহীদ হন।


বিজ্ঞাপন


ইসলামের শান্তি ও ন্যায়ের পতাকা সমুন্নত রাখতে ইমাম হোসাইনের এই আত্মত্যাগ মানব ইতিহাসে অনন্য হয়ে আছে। আশুরার এই শোকাবহ ঘটনা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সত্যের পথে চলার শিক্ষা দেয়।

দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা, নামাজ, জিকির ও দোয়ার মাধ্যমে দিনটি পালন করেন। আশুরা উপলক্ষে আজ সারাদেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে।

হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে তাজিয়া মিছিলটি ঘুরে বেড়িয়েছে বকশীবাজার, আলিয়া মাদ্রাসা রোড, কল পাড় মোড়, উমেশ দত্ত রোড, লালবাড় চৌরাস্তা, আজিমপুর চৌরাস্তা, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, সায়েন্সল্যাব, ঢাকা কলেজ ও সাত মসজিদ রোড হয়ে ধানমন্ডি ২ নম্বর সড়কে এসে পৌঁছায়।

মিছিলে অংশ নেওয়া মালেক আফসারি নামের একজন বলেন, ইসলাম রক্ষায় ইমাম হোসাইন যে ত্যাগ করেছেন, আমরা আজ তা স্মরণ করছি। 

অন্য অংশগ্রহণকারীরা বলেন, কারবালায় ইমাম হোসাইনসহ তাঁর পরিবারের হত্যাকাণ্ড ছিল এক ভয়াবহ ও বিষাদময় ঘটনা—এ ইতিহাসের পুনরাবৃত্তি যেন আর না ঘটে।

মিছিলের সামনে ও পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এএসএল/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর