আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক থাকা এ কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে।
গত ৩ জুলাই ( বৃহস্পতিবার) আনিসুর রহমানকে বরখাস্ত করে অফিস আদেশ জারি করে আইন ও বিচার বিভাগ। তবে শনিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধিমতে আনিসুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অভিযোগের প্রকৃতি গুরুতর হওয়ায় ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।
আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী এই বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন আনিসুর রহমান প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।
জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত অভিযুক্ত আনিসুর রহমান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মে তিনি সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে।
এএইচ