শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

আইন মন্ত্রণালয়ের পলাতক কর্মকর্তা আনিসুর রহমান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

Law
ফাইল ছবি।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক থাকা এ কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণসহ নানা গুরুতর অভিযোগ রয়েছে। 

গত ৩ জুলাই ( বৃহস্পতিবার) আনিসুর রহমানকে বরখাস্ত করে অফিস আদেশ জারি করে আইন ও বিচার বিভাগ। তবে শনিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করা হয়। 


বিজ্ঞাপন


অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধিমতে আনিসুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অভিযোগের প্রকৃতি গুরুতর হওয়ায় ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।
 
আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী এই বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন আনিসুর রহমান প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত অভিযুক্ত আনিসুর রহমান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মে তিনি সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে।

এএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর