অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জুলাই ঐক্য দাবি জানিয়েছে, আগামী ১০ জুলাইয়ের আগেই গেজেট প্রকাশের মাধ্যমে ১৯ জুলাইকে ‘মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’ ঘোষণা করতে হবে।
শনিবার (৫ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ২১ জুলাই নয়, বরং ১৯ জুলাই ‘মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জুলাই ঐক্য।
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থানের প্রাণভোমরা ছিল মাদরাসা শিক্ষার্থীরা। বিশেষত ২০২৪ সালের ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড়।
সাধারণ ছাত্রজনতার সঙ্গে তারা গণ-প্রতিরোধ গড়ে তোলেন। অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের অংশীজনদের যেভাবে মূল্যায়ন করছেন তাতে অবশ্যই অংশীজনরা সম্মানিত বোধ করবেন। কিন্তু তা হতে হবে সঠিক ইতিহাসের ওপর ভিত্তি করে।
২০২৪ সালের ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পর ১৯ জুলাই রাজপথে মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অগ্রগণ্য। সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে, ১৯ জুলাইকে ‘মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে।
জুলাই ঐক্য মনে করে, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সকল স্টেকহোল্ডারদের মতো মাদরাসা শিক্ষার্থীদেরও জোরালো ভূমিকা ছিল। তারাও গণঅভ্যুত্থানে সম্মুখ সারির প্রতিরোধ যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছে।
বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীরা ১৯ জুলাই জুমার নামাজের পর ব্যাপকভাবে প্রতিরোধের দৃঢ় ইস্পাত প্রাচীর গড়ে তুলেছে। ১৯ জুলাই সারাদেশে শহীদ হয়েছে শতাধিক। শুধুমাত্র আলেম সমাজ ও মাদরাসা ব্যাকগ্রাউন্ডের শহীদ ছিল কমপক্ষে ১০ জন। এ ইতিহাস অবিকৃত এবং সত্য।
ইতিহাস অবিকৃত রেখে ১৯ জুলাই মাদরাসা শিক্ষার্থী ও আলেম সমাজের সেই রক্তে ভেজা প্রতিরোধকে স্মরণ করতে চায় সাধারণ আলেম সমাজ। জুলাই ঐক্য আলেম সমাজের সঙ্গে একত্রিত হয়ে এ দিনটি স্মরণ করতে চায়।
এমআই/এফএ