সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদার মৃত্যুতে শোক প্রকাশ করেছে নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)
শনিবার (৫ জুলাই) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ শোক বার্তা দেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদা আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ বর্তমানে ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি জানান, ড. এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্মগ্রহন করেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস (সিএসপি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদান করেন। তার কর্মজীবনে তিনি বাগেরহাট মহকুমার প্রশাসক, পানি সম্পদ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সবশেষে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
বিজ্ঞাপন
এটিএম শামসুল হুদা শ্যালক আশফাক কাদেরী জানান, উনি ঢাকায় বাসায় মারা গেছেন। পরে নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে। মেয়ে যুক্তরাষ্ট্র থেকে আসলে জানাজার সিদ্ধান্ত।
সাবেক এই সিইসিকে বনানী কবরস্থানে কবর দেওয়া হবে। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। এছাড়া কয়েকদিন আগে পড়ে গিয়ে কোমরেও ব্যথা পান।
এমএইচএইচ/এএইচ