সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশি বাধায় চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে অবস্থান নেন। জনদুর্ভোগের কথা বিবেচনা করে রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে ৪৪তম বিসিএসের পুনঃফলাফল ও পিএসসি সংস্কার না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিজ্ঞাপন
আন্দোলনকারীরা জানান, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা সবাই জানে। তবু সরকার কার্যত কোনো সমাধান করতে পারেনি। তারা এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, রিটেন ও ভাইভার নম্বরও চান। চাকরিপ্রার্থীরা এসময় স্লোগান দেন- ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’; ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’।
এর আগে একই দিন বিকেলে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল পুনরায় প্রকাশ, নন-ক্যাডার বিধিমালা ২০২৩ বাতিল, পিএসসিতে বসে রিটেন খাতা দেখা ও বিসিএস পরীক্ষার আগে যৌক্তিক সময় দেয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে দাবি আদায়ে প্রায় ২ ঘণ্টা ধরে অবরোধ চালিয়ে যান তারা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চাকরিপ্রার্থীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরবর্তীতে জনদুর্ভোগের কথা বিবেচনায় শাহবাগ মোড় ছেড়ে দেন চাকরিপ্রত্যাশীরা।
বিজ্ঞাপন
চাকরিপ্রত্যাশীদের ৪ দফা দাবিগুলো হলো—
১) ৪৪তম বিসিএসের জন্য অধিযাচিত সব পদসহ পুনঃসুপারিশ এবং চয়েস লিস্টের নিচের ক্যাডারে সুপারিশ বাদ দিয়ে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল পুনরায় প্রকাশ করতে হবে। সেইসঙ্গে পরবর্তী বিসিএসগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
২) নন-ক্যাডার বিধি ২৩ বাতিল বা সংশোধন করতে হবে। পাশাপাশি ভাইভায় পাশ করাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে ৯ম ও ১০ম গ্রেডে চাকরি দিতে হবে।
৩) অধিকতর স্বচ্ছতার জন্য প্রিলি, রিটেন ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে এবং পরবর্তী বিসিএস থেকে লিখিত পরীক্ষার খাতা পিএসসিতে বসে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি চলমানসহ পরবর্তী বিসিএসে ভাইভার মার্ক সর্বোচ্চ ১০০ করতে হবে।
৪) প্রয়োজনীয় প্রস্তুতির জন্য স্পেশাল বিসিএসসহ সব পরীক্ষার আগে একটি যৌক্তিক সময় দিতে হবে।
এসএইচ/এফএ