বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

আউয়াল কমিশনের রোপণ করা গাছের নেমপ্লেট সরাল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

আউয়াল কমিশনের রোপণ করা গাছের নেমপ্লেট সরাল ইসি

নির্বাচন ভবনের বাগানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের রোপণ করা গাছের নেমপ্লেট নামিয়ে ফেললো নির্বাচন কমিশন (ইসি)।

২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাত মাসের মাথায় ১০ জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বাগানে তৎকালীন সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব ছয়টি ফলজ গাছ রোপণ করেছিলেন। সেই সময় ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছিলেন, সেই সময়কার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রোপণ করেন সফেদা গাছের চারা। নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান রোপণ করেন জলপাই গাছের চারা।


বিজ্ঞাপন


এছাড়া নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জামরুল গাছ, নির্বাচন কমিশনার মো. আলমগীর আম গাছ ও নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান রোপণ করেন মিষ্টি জলপাই গাছের চারা। আর নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমও রোপণ করেন সফেদা গাছের চারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) নির্বাচন ভবনের উত্তর পাশে গিয়ে দেখা গেছে, সেখানে রোপণ করা গাছে নেমপ্লেটগুলো নেই। এরপর এই বিষয়ে কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা জানান, বিএনপির করা একটি মামলার পর কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতারের পর ওই কমিশনের রোপণ করা গাছ থেকে নেমপ্লেটগুলো খুলে ফেলা হয়েছে। এছাড়া নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনও নতুন করে গাছের চারা রোপণ করবেন। তাই পুরোনো কমিশনের নাম রাখেনি ইসির কর্মকর্তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় আউয়াল কমিশনের নেতৃত্বাধীন এ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দেয় রাজনৈতিক দলগুলো। গত ২২ জুন বিএনপি গত যে তিনটি কমিশনের নামে মামলা দেয়, তার মধ্যে আউয়াল কমিশনও রয়েছে। এছাড়া এই কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচন তদন্ত করে বাতিলের জন্যও দলটি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের কাছে আবেদন জানিয়েছে।

বিএনপির মামলার পর কাজী হাবিবুল আউয়ালকে গত ২৫ জুন ঢাকা মেট্রাপলিট্রন পুলিশের গোয়েন্দা বিভাগ তার মগবাজারের বাসা থেকে গ্রেফতার করে। বর্তমানে তিনি রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর