শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

ফায়ার সার্ভিস সদর দফতর পরিদর্শন করলেন সিনিয়র সচিব নাসিমুল গনি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

Goni

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যও দিয়েছেন। 

একইসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেশনাল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন সচিব নাসিমুল গনি এবং এই ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩ জুলাই) সিনিয়র সচিব নাসিমুল গনি ফায়ার সার্ভিস সদর দফতরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় সিনিয়র সচিব আশা প্রকাশ করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবিষ্যতেও সব ধরনের দুর্যোগে জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Goni2

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের সরঞ্জাম ঘুরে দেখেন তিনি। এরপর অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন নাসিমুল গনি।


বিজ্ঞাপন


এ সময় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল আজাদ আনোয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

পরিচালক (প্রশাসন ও অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব তৌহিদুল ইসলাম, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীসহ অধিদফতরের সকল স্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর