বরিশালে অপহরণের শিকার দশম শ্রেণির এক ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১ জুলাই) লালবাগ এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
এ সময় ঘটনার সঙ্গে জড়িত শুভ খলিফা (২২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
বিজ্ঞাপন
বুধবার (২ জুলাই) বিকেলে র্যাব-১ এসব তথ্য জানায়।
র্যাব জানিয়েছে, গত ১৮ এপ্রিল রাতে দশম শ্রেণিতে অধ্যয়নরত ১৩ বছরের এক ছাত্রী কাজের জন্য বাড়ি থেকে বের হয়। পরে বরিশারের বন্দর থানার চন্দ্রমোহন এলাকায় শুভ খলিফাসহ অন্যরা তাকে জোরপূর্বক অপহরণ করেন। এরপরা তারা তাকে মোটরসাইকেল যোগে নিয়ে যায়।
সেই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে বরিশালের বন্দর থানায় একটি অপহরণ মামলা করেন। পরে মামলাটির তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িতদের গ্রেফতারে র্যাবের সহায়তা চান।
এরপরই আসামিকে ধরতে মাঠে নামে র্যাব। মঙ্গলবার ধরাও পড়ল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআইকে/এএইচ