ঢাকা মহানগরের আফতাবনগর এলাকার বি-ব্লকে নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ করার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
বুধবার (২ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ জেসমিন নাহার। মামলার প্রসিকিউশন দেন পরিবেশ অধিদফতরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরউদ্দিন আহাম্মদ।
‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’ -এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে মোবাইল কোর্ট তিনটি প্রতিষ্ঠানের তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এছাড়া ভবিষ্যতে পরিবেশ দূষণ না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে বলে জানানো হয়।
বিজ্ঞাপন
এসএইচ/এএইচ