আসছে ঈদুল আজহায় অন্যবারের মতো কোরবানির পশু পরিবহন করবে রেলওয়ে। এজন্য গরুর জন্য ৫০০ আর ছাগল পরিবহনের জন্য মালিককে ভাড়া গুনতে হবে ৩০০ টাকা।
সোমবার (২০ জুন) বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এই কর্মকর্তা বলেন, ঈদের চাঁদ দেখাসাপেক্ষে কোরবানির ঈদের চার দিন আগে থেকে পশু পরিবহনের জন্য ‘ক্যাটল সার্ভিস’ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
তিনি জানান, এবার উত্তরবঙ্গ-চট্টগ্রাম এবং ময়মনসিংহ-জামালপুর অঞ্চলের পশু পরিবহনের সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। তবে চাহিদা অনুসারে ট্রেনের সংখ্যা বাড়ানোর প্রস্তুতিও রয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, ট্রেনে পশু পরিবহন বাড়ানোর জন্য ওইসব অঞ্চলের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। প্রচার-প্রচারণা চালানো হচ্ছে গরু উৎপাদনশীল এলাকাগুলোতে, যাতে ঢাকায় ট্রেনে করে গরু সরবরাহ বাড়ে।
রেলওেয়ে কর্তৃপক্ষের আশা, কম খরচে ঢাকায় কোরবানির পশু পরিবহন করতে পারলে খামারিরা লাভবান হবেন। মধ্যস্বত্ত্বভোগীরা তাদের লাভের অংশ খেয়ে ফেলতে পারবে না।
বিজ্ঞাপন
বিইউ/জেবি

