শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

৬ মাসে সাড়ে ৭ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

৬ মাসে সাড়ে ৭ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি ইসির

ছয় মাসে সাড়ে সাত লাখের বেশি নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩০ জুন) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, গত ১ জানুয়ারি থেকে এনআইডি সংশোধনের জটিলতা কাটাতে যে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছিলাম তা আজ শেষ হবে। এই ছয় মাসে আমরা সবার সহযোগিতায় সাড়ে সাত লাখের বেশি নাগরিকের এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছি।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রতিবেদন থেকে জানা যায়, গত ১ জানুয়ারি অনিষ্পন্ন আবেদনের সংখ্যা ছিল ৩ লাখ ৭৮ হাজার ৮৩৬টি। প্রোগ্রাম চলাকালীন ছয় মাসে আবেদন নতুন করে জমা পড়েছে আরও ৫ লাখ ৭২ হাজার ৩৬৯টি। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছিল ৯ লাখ ৫১ হাজার ২০৫টি। যার মধ্যে ছয় মাসে প্রায় সাড়ে সাত লাখের বেশি আবেদন নিষ্পত্তি করেছে সংস্থাটি।

জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এনআইডি সংশোধনে জটিলতা কাটাতে ক্র্যাশ প্রোগ্রাম শুরু করে নির্বাচন কমিশন। যা আজ ৩০ জুন শেষ হয়েছে।

বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ১৮ লাখের মতো ভোটার রয়েছে। অনেকেই এনআইডিতে কোনো না কোনো সমস্যা থাকার কারণে সংশোধনের আবেদন করেন। আবেদনগুলোর জটিলতার ধরন অনুযায়ী, কয়েকটি ভাগে ভাগ করে নিষ্পত্তি করেছে ইসি।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর