শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

বাবুই পাখির ছানা হত্যা ও বাসা ধ্বংস, পরিবেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

বাবুই পাখির ছানা হত্যা ও বাসা ধ্বংস, পরিবেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

ঝালকাঠি জেলার সদর উপজেলার নয় নম্বর শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে বাবুই পাখির ছানা হত্যা এবং বাসা ও ডিম ধ্বংসের হৃদয়বিদারক ঘটনায় জড়িত মূল আসামি মোবারক আলী ফকিরকে গ্রেফতার করা হয়েছে। বন বিভাগের মামলা দায়েরের পরে পুলিশি অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩০ জুন) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝালকাঠি জেলার সদর উপজেলার নয় নম্বর শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে বাবুই পাখির ছানা হত্যা এবং বাসা ও ডিম ধ্বংসের হৃদয়বিদারক ঘটনায় জড়িত মূল আসামি মোবারক আলী ফকির গ্রেফতার হয়েছেন।

এই ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বন বিভাগ কর্তৃক তিনজনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঝালকাঠিতে মামলা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য সংশ্লিষ্ট থানায় আরেকটি মামলা করেছেন।

উল্লেখ্য, গত ২৭ জুন সরকারি রাস্তার পাশে সরকারি ভূমিতে অবস্থিত একটি তালগাছ বাবুই পাখির বহু বাসাসহ কেটে ফেলা হয়। স্থানীয় সচেতন নাগরিকরা গাছে বাবুই পাখির বাসা, ডিম ও বাচ্চা থাকার কথা জানিয়ে গাছটি না কাটার অনুরোধ জানালেও দুষ্কৃতকারীরা তা উপেক্ষা করে গাছটি কেটে ফেলে। ফলে গাছটি পড়ে গিয়ে সেখানে থাকা ৪৭টি বাসা, ৯৬টি ছানা ও ২৪টি ডিম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

DB
গ্রেফতারকৃত মোবারক আলী ফকির।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পরপরই বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে বন বিভাগ ঘটনাস্থলে নতুন তালগাছের চারা রোপণ করেছে এবং স্থানীয় পর্যায়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম শুরু করেছে।

ভবিষ্যতে এই ধরনের বন্যপ্রাণী হত্যা ও তাদের আবাসস্থল ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর