বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ঢাকা

কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৩:০৩ পিএম

শেয়ার করুন:

কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র চালু

বিদ্যুৎ সরবরাহে মান ও নির্ভরযোগ্যতা বাড়াতে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে চালু করা হলো নতুন ২৩০/১৩২ কেভি গ্যাস ইনসুলেটেড সুইচগিয়ার (জিআইএস) গ্রিড উপকেন্দ্র।

সোমবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


পিজিসিবি জানায়, পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে ‘পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ নেটওয়ার্কের উন্নতি ও শক্তিশালীকরণ প্রকল্প’-এর আওতায় কচুয়ায় নতুন এই গ্রিড উপকেন্দ্র স্থাপন করা হয়েছে।

রোববার (২৯ জুন) দিবাগত রাত ১২টা ২৩ মিনিটে উপকেন্দ্রটির সফল কমিশনিং সম্পন্ন হয়।

উদ্বোধনের সময় প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা—ইনক্লুডিং জিএমডি (কুমিল্লা), আরটিএস এবং স্ক্যাডা-মেইনটেইন্যান্স দপ্তরের নির্বাহী প্রকৌশলীরা—কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন।

নতুন এই উপকেন্দ্র চালুর ফলে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে বিদ্যুতের নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করছে পিজিসিবি। এতে ওই অঞ্চলের শিল্প, কৃষি ও আবাসিক ব্যবহারকারীদের মধ্যে বিদ্যুৎভিত্তিক সেবা আরও সহজ ও নির্ভরযোগ্য হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, জিআইএস প্রযুক্তি ব্যবহারে জায়গা কম লাগে এবং এটি দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করে, যা দেশের বিদ্যুৎ খাতে টেকসই অবকাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমআর/ইএ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর