বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

রাজধানীতে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ নুর জোহার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)-গুলশান বিভাগ। নুর জোহার কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।

রোববার (৩০ জুন) যাত্রাবাড়ীর সায়দাবাদ হুজুরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


ডিবি-গুলশান বিভাগের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সায়দাবাদ হুজুরবাড়ী গেইট সংলগ্ন আরকে কলেজ এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তির উপস্থিতির খবর পেয়ে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পরে লাবিবা ক্লাসিক লিমিটেড বাস কাউন্টারের সামনে পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ নুর জোহারকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর জোহার স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে বিভিন্ন কৌশলে ঢাকায় বিক্রি করছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআইকে/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর