শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

৩০ মিনিটেই উদ্ধার হলো বিদেশির হারানো ফোন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

৩০ মিনিটেই উদ্ধার হলো বিদেশির হারানো ফোন

ঢাকায় কর্মরত ইতালিয়ান নাগরিক মারিয়ান ব্লেসেডেরা ক্যাবিৎজার উবারের গাড়িতে ফেলে রেখে চলে যান নিজের ব্যক্তিগত মোবাইল ফোন। পরে পুলিশের শরণাপন্ন হলে দ্রুত মোবাইল উদ্ধারে নামে কলাবাগান থানা পুলিশ। অভিযোগ পাওয়ার ৩০ মিনিটের মধ্যে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে বিদেশির মুখে হাসি ফুটিয়েছে পুলিশ। হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করে দেওয়ায় পুলিশের ভূয়সী প্রশংসা করেন ভুক্তভোগী ইতালি নাগরিক।

রোববার (২৯ জুন) রাতে মোবাইল উদ্ধারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। ভুক্তভোগী ওই বিদেশি ইউনুস সেন্টারে কর্মরত।


বিজ্ঞাপন


পুলিশ কর্মকর্তা জানান, ইউনূস সেন্টারে অফিসিয়াল কাজে এসেছিলেন ইতালিয়ান নাগরিক মারিয়া ক্যাবিৎজা ও তার সহকর্মী জিউসেপ্পে টরলুচিও। কাজ শেষে ফিরে যাওয়ার সময় মারিয়া বুঝতে পারেন তার মূল্যবান স্যামসাং গ্যালাক্সি এস ২২ আল্ট্রা ফোনটি হারিয়ে গেছে। তৎক্ষণাৎ কলাবাগান থানায় যোগাযোগ করলে এসআই খোরশেদ আলম ও এসআই নন্দন কুমার দাস মাঠে নামেন। তদন্তে বেরিয়ে আসে, মারিয়া রাইডশেয়ারিং অ্যাপ উবারের মাধ্যমে যাতায়াত করেছিলেন এবং ফোনটি গাড়িতেই ফেলে এসেছেন। পরে জানতে পেরে মাত্র ৩০ মিনিটের মধ্যে ফোনটি উদ্ধারে সক্ষম হয়েছে কলাবাগান থানা পুলিশ।

হারানো ফোন হাতে পেয়ে আবেগাপ্লুত মারিয়া ক্যাবিৎজা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন।

মারিয়া বলেন, আমি সত্যিই অবাক ও আনন্দিত। এত দ্রুত এবং আন্তরিকভাবে সহযোগিতা পাওয়ায় আমি বাংলাদেশের পুলিশের প্রতি কৃতজ্ঞ।

পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ইতালির নাগরিক গুলশানের সিক্সসিজন হোটেলে থাকেন। সেখান থেকে উবারের গাড়িতে কোথাও মিটিং করতে যাওয়ার পথে ফোনটি ভুলে ফেলে যান। থানায় এসে জানানোর পর আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ফোনটি কলাবাগানের সার্কুলার রোডের একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর