শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

হোটেল থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

হোটেল থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজারের হোটেল সুইটস লিপ থেকে একই পরিবারের তিনজনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— লক্ষ্মীপুরের বাসিন্দা মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও তাদের ছেলে আরাফাত হোসেন নাইম।

রোববার (২৯ জুন) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি গোলাম ফারুক।


বিজ্ঞাপন


রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আমরা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছি। তাদের কাছে কেউ এসেছিল কিনা তা যাচাই করা হচ্ছে।

ডিএমপি রমনা বিভাগের এডিসি মীর আসাদুজ্জামান ঢাকা মেইলকে বলেন, তিনটি মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, খাদ্যে বিষক্রিয়ার জন্য তাদের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, মনির তার ছেলের চিকিৎসার জন্য গতকাল বিকেলে হোটেলটিতে ওঠেন। আজ সকালে তাদের এক আত্মীয় সেখানে আসেন। তিনি এসে দেখেন মনিরের স্ত্রী অসুস্থ। পরে সেখানেই মনিরের স্ত্রী মারা যান। পরে মুনির অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিউতে মনির মারা যান।

এ ঘটনায় হোটেলটিতে তাদের কাছে কেউ এসেছিল কি না —এজন্য সিসি ফুটেজ জব্দ করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর