শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

মোহাম্মদপুরে অভিযানে অস্ত্রসহ ১৬ জন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

মোহাম্মদপুরে অভিযানে অস্ত্রসহ ১৬ জন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একাধিকজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ওয়ারেন্ট রয়েছে, আবার কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ডাকাতির প্রস্তুতিকালে।

রোববার (২৯ জুন) পুলিশের অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন— আব্দুল লতিফ (৫২), লালমিয়া (১৯), কবিরুল (২০), তরিকুল (২১), রুবেল (২৬), তৌহিদুল আলম মাহিম (২৭), ফাহাদ (২০), সুমন (২২), দেলোয়ার দিলু (৩৫), নুরুল ইসলাম (৩২), আরমান (৩৭), নাদিম (৪০), তাসিব টাইকা (২২), আনোয়ার (৪৫), জুলহাস (৩৫) ও টিপু (৪০)।

এডিসি জুয়েল রানা জানান, মোহাম্মদপুরে একাধিক স্থানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন ডাকাতির প্রস্তুতির সময় হাতে-নাতে ধরা পড়ে। বাকি ১১ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেফতারদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের সন্দেহজনক সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানে ঠিক কত ধরনের অস্ত্র বা কী পরিমাণ জব্দ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এমআইকে/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর