শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

তেজগাঁওয়ে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

accident
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) রাত সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। রোববার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।


বিজ্ঞাপন


নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ২২ বছর। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তেজগাঁও থানা পুলিশ জানায়, কোন গাড়িতে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মোটরসাইকেলটি জাহাঙ্গীর গেটের দিকে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোরানোর সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাস নিয়ে পালিয়ে গেছেন চালক।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি হাইস মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তাদের একজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্ট শনাক্ত করে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এসএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর